Loading....

প্রেজেন্টেশনের আদ্যোপান্ত

presentation in bengali

Armanul Haque

প্রেজেন্টেশন কি

তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ো না কেন, শিক্ষাজীবনের কোন না কোন সময়ে তোমাকে প্রেজেন্টেশন দিতেই হয়। যদি কোনকালে সেটাও না করা লাগে, দিনশেষে চাকুরিজীবনে এই প্রেজেন্টেশন নামের বিপদে পড়তেই হয় তোমাকে!

প্রেজেন্টেশন কি বলতে গেলে বিষয়টা আসলে ক্লাস সিক্স সেভেনের ওই সরল অংকের মত। সরল অংকগুলো বিশাল, দেখলে অনেক ভয় লাগে, একটু ভুল হলেই পুরোটা শেষ! প্রেজেন্টেশনের বিষয়টাও সেরকম শুনতে অনেক বিশাল লাগে, মনে হয় কতই না জটিল এক একটা কাজ। কিন্তু সরল অংক একবার যে ঠিকভাবে শিখে ফেলে, তাকে যেমন বিশ্বের কোন সরল অংকই আটকাতে পারে না, প্রেজেন্টেশনের বিষয়টাও কিন্তু একদমই সেরকম। আপাতদৃষ্টিতে জটিল এই প্রেজেন্টেশন দেওয়ার নিয়ম একবার যদি রপ্ত করে ফেলতে পারো, তাহলে আর কখনোই সেটা নিয়ে সমস্যা হবে না।

আমাকে যদি জিজ্ঞেস করো, আমার চোখে প্রেজেন্টেশনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এর শুরুটা। কেন জানো? কারণ হচ্ছে শুরুতে তোমার দর্শকদের আগ্রহটা থাকে চূড়াতে। যদি একটা গ্রাফে আঁকাও দর্শকের আগ্রহটাকে, দেখবে যে প্রেজেন্টেশনের শুরুতে সবথেকে বেশি দর্শক আগ্রহী থাকে, আর যতো সময় যায় তাঁদের আগ্রহ ততোই কমতে থাকে। এই কারণেই দর্শকের মনোযোগ কেড়ে নিতে তোমার হাতে ওই শুরুর এক মিনিটই থাকে। এই এক মিনিটের সর্বোচ্চ ব্যবহার করতে হবে তাই, একটা ভালো প্রেজেন্টেশন তৈরি হতে হলে। এক্ষেত্রে কিছু টিপস দেয়া যেতে পারে।

তাই চলো আগে জেনে নিই, প্রেজেন্টেশন কাকে বলে!

Microsoft PowerPoint Course

  • যাদেরকে ক্লাস, অফিস কিংবা ব্যবসার কাজে প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়।
  • গতানুগতিক টেমপ্লেট বাদ দিয়ে যারা নিজেরাই আকর্ষণীয় স্লাইড ডিজাইন করতে চান।

প্রেজেন্টেশন কি?

প্রেজেন্টেশন কি বলতে গেলে, এটি হলো এক ধরনের উপস্থাপন ব্যবস্থা, যেটা দিয়ে একজন বক্তা তার দৃষ্টিভঙ্গি, মনোভাব, তথ্যাদি ইত্যাদি শ্রোতার কাছে খুব সহজেই পৌঁছাতে পারে। একটি প্রতিষ্ঠানে প্রেজেন্টেশনগুলো বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা হয়, যেমন: একটি গ্রুপের সাথে কথা বলা, একটি মিটিং করা, একটি নতুন পণ্য প্রদর্শন করা কিংবা একটি গ্রুপকে কোন কিছু ব্রিফ করা। এটি সাধারণত একটি নির্দিষ্ট বিষয়, সমস্যা অথবা নতুন ধারণা উপস্থাপন করতে খুবই কার্যকর একটি উপায়। তাই প্রেজেন্টেশন কি চমৎকার জিনিস, তা বলাই বাহুল্য।

ইংরেজিতে কীভাবে প্রেসেন্টেশন দিবেন

প্রেজেন্টেশন শুরু করার পূর্বে

প্রেজেন্টেশন কি তা তো জানাই হলো। এখন জানতে হবে এরপর কি। প্রেজেন্টেশন দিতে যাওয়ার আগে কিছু প্রেজেন্টেশন দেওয়ার নিয়ম জেনে নেয়া অনেক বেশি জরুরি। পূর্বপ্রস্তুতি ভাল হলে প্রেজেন্টেশনের অন্যান্য ধাপগুলোতে এগুনো অনেক সহজ হয়ে যায়। একটা ভাল পূর্ব প্রস্তুতি নেয়ার জন্য ৩টি উপদেশ দিব যা অনুসরণ করলে তোমাদের জন্য প্রেজেন্টেশন তৈরি খুব সহজ হয়ে যেতে পারে।

  • যে যায়গায় প্রেজেন্টেশন দিবে, সে জায়গায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে। এটা করা হলে দর্শকের সম্পর্কে ভাল একটি ধারণা পাওয়া যায়। তা না হলে, হঠাৎ করে বিশাল দর্শকের সামনে গেলে খুব নার্ভাস হয়ে যাবে,যা প্রস্তুতি নিয়ে এসেছ সব ভুলে যাবে।
  • যে বিষয়টার উপর প্রেজেন্টেশন দেবে সেটার উপর খুব ভালভাবে প্রস্তুতি নিয়ে আসবা। শুধু আয়নার উপর নির্ভর না করে বন্ধুদের সামনে কয়েকবার চর্চা করলে অনেক বেশি কার্যকর হয়, ভয় অনেকটাই কেটে যায়। আয়নায় শুধু নিজের ছবিটা দেখা যায় বলে ভয় তেমনটা দূর হয় না, কারণ নিজেকে কেউ ভয় পায় না।
  • প্রেজেন্টেশন দেয়ার সময় পরিচিত জনদের সামনে দেখলে নার্ভাস কম লাগে। তাই, তোমার ভাল বন্ধুদের সামনের সারিতেই বসিয়ে দাও, তখন তোমার মনে হবে তুমি বন্ধুদের সাথেই আড্ডা দিচ্ছো।

প্রেজেন্টেশন শুরু করার নিয়ম

প্রেজেন্টেশন দেওয়ার নিয়ম -এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটা জানো? প্রেজেন্টেশনের শুরু। তাও যে-সে শুরু না। প্রথমেই যে ত্রিশ সেকেন্ড, মোটামুটিভাবে ওই সময়টুকুই তোমার বিচারকদের আর দর্শকদের জন্য যথেষ্ট। প্রেজেন্টেশন কি পরিমাণ উপভোগ্য হবে, সেটা এ সময়েই বোঝা যায়। প্রথম ত্রিশ সেকেন্ডেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যে তারা তোমার প্রেজেন্টেশন কি দেখবে নাকি দেখার ভান করে মোবাইলের দিকে তাকিয়ে থাকবে। এরকম একটা অবস্থায় বুঝতেই পারছো, শুরুর ত্রিশ সেকেন্ডের দাম কতোখানি!

এখন আমরা জানবো প্রেজেন্টেশন কিভাবে শুরু করতে হয়। প্রেজেন্টেশন শুরু করার নিয়ম কী তাহলে? শুরুটা করতে পারো কোন একটা কোটেশন দিয়ে। হতে পারে, সেই কোটেশনটা সম্প্রতি আলোড়ন সৃষ্টি করা কোন ব্যক্তির, হতে পারে সেটি কোন মজাদার অচেনা উক্তি যেটা দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি অবাকও করবে! আবার তুমি শুরু করতে পারো বিশাল কোন সংখ্যা দিয়ে। এমন সে সংখ্যা, দর্শক অবাক না হয়ে পারবেই না! প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে এসব খেয়াল রাখা জরুরি।

প্রেজেন্টেশন দেওয়ার নিয়ম

এমন কিছু টিপস হলো:

শুরুটা করো একটা গল্প দিয়ে

গল্প শুনতে কে না ভালোবাসে? গল্প-সে যেরকমই হোক না কেন, মানুষের আগ্রহের কেন্দ্রস্থলে সবসময়ই থাকে গল্পগুলো। আর এর সাথে যদি মানুষ নিজের জীবনকে রিলেট করতে পারে, তাহলে তো সোনায় সোহাগা!

গতানুগতিক শুরু তো সবাই করে। এই প্রেজেন্টেশনটা শুরু করছি আমি অমুক, প্রেজেন্টেশনটি করছি তমুক স্যারের কাছে- এসব কথা তো সবাই জানেই। তাহলে তুমি তোমার সর্বোচ্চ অ্যাটেনশনের সময়টাকে এইসব বলে নষ্ট করবে কেন? তুমি শুরু করো একটা গল্প দিয়ে। গল্প হতে পারে তোমার প্রেজেন্টেশন টপিক নিয়েই। পুরো প্রেজেন্টেশন টপিক থেকে একটি গল্পের দুজন চরিত্রকে দিয়ে দেখাতে পারো। তাতে তোমার প্রেজেন্টেশনটা যেমন মনোমুগ্ধকর হবে, তেমনি দর্শকপ্রিয়তাও পাবে। দর্শকদের দেখিয়ে দাও, প্রেজেন্টেশন কাকে বলে!

“আপনি জানেন কী?”

আমি একটা বিখ্যাত প্রেজেন্টেশন দেখেছিলাম। সেখানে শুরুতেই ন্যারেটর এয়ারটেলের টিউনটা গাইতে গাইতে আসে। এরপর দর্শককে জিজ্ঞেস করে, এই টিউনটা শুনলেই আমাদের মনে পড়ে না এয়ারটেলের কথা? দর্শক সারি তুমুল আনন্দে উত্তর দেয়, “হ্যাঁ!”

এভাবে যদি দর্শকদের নিয়েই কাজ করা যায়, যদি দর্শকদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আগ্রহী করে রাখা যায়, তাহলেই কেল্লাফতে! মনে রাখবে, যখনই দর্শক এবং বিচারকরা মনে করবেন যে তাদেরকে পুরো প্রেজেন্টেশনে ব্যস্ত রাখা যাচ্ছে, তখনই তোমার বোনাস পয়েন্ট!

উক্তি বা ফ্যাক্টস ব্যবহার করো

তোমার প্রেজেন্টেশন টা যদি শুরু হয় খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দিয়ে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক মজাদার হবে দর্শকদের জন্যে! ধরো তুমি তোমার টপিক রিলেটেড অদ্ভুত একটা তথ্য, যেটা বেশিরভাগ মানুষই জানে না- সেটা নিয়ে তুমি বলে বসলে। তাহলে অবশ্যই বিচারক এবং দর্শকরা বিমোহিত হবে!

আবার তুমি যদি চমৎকার কোন কোটেশন দিয়েই শুরুটা করে ফেলো, তাহলে কিন্তু আরেক রকম ব্যাপার হবে। অনেক দর্শক আছেন যারা গল্প পছন্দ করবেন না। তারা যদি একটুখানি জীবনধর্মী উক্তি শুনে প্রেজেন্টেশন দেখে, বোনাস পয়েন্টটা কিন্তু পাচ্ছো তুমিই! প্রেজেন্টেশন তৈরি করার সময় এগুলো খেয়াল রাখা জরুরি।

Communication Masterclass by Tahsan Khan

  • ব্যক্তিগত এবং সামাজিক জীবনে প্রয়োজনীয় যোগাযোগ কৌশল
  • স্মার্টলি কমিউনিকেট করার প্রয়োজনীয় স্কিলস
  • হাই-প্রোফাইল মানুষদের সাথে নেটওয়ার্কিং এর কৌশল

ভিন্ন কিছু করার চেষ্টা করো

আমার মনে আছে, কিছুদিন আগে একটা কম্পিটিশনের প্রেজেন্টেশনে গিয়েছিলাম আমি। সেখানে আমরা প্রেজেন্টেশনের শুরুটাই করেছিলাম একটা গান দিয়ে, সেই গানে নাচতে নাচতে প্রবেশ করেছিলাম স্টেজে। তাতে যেটা হলো, প্রায় ত্রিশটা দেশের মানুষ হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছিল আমাদের, কারণ শুরুটাই ছিল অভিনব।

তুমিও চাইলে এইরকম ইন্টারেস্টিং বা একটু আলাদা ধরণের আইডিয়া নিয়ে কাজ করতে পারো। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে তোমার আইডিয়াটা যেন উগ্র না হয় এবং যেন ভদ্রতা আর এটিকেট বজায় থাকে, কিন্তু ফরম্যালি যতটুকু অভিনব থাকা যায়, ততো ভালো!

একটা প্রেজেন্টেশনের শুরুটাই বলা যায় প্রেজেন্টেশনের প্রাণ। তোমার পরের প্রেজেন্টেশনে এই টিপসগুলো কাজে লাগিয়েই দেখো, সাফল্য আগের থেকে বেশি হতেই হবে!

প্রেজেন্টেশন শেষ করার নিয়ম

প্রেজেন্টেশন কিভাবে শুরু করতে হয় জেনে এবার আমরা প্রেজেন্টেশন দেওয়ার নিয়ম -এর শেষ অংশে চলে এলাম। একটা প্রেজেন্টেশনের শুরুর দিকে যেমনি মনোযোগ বেশি থাকে তেমনি শেষের দিকে গিয়েও মনোযোগ একটু বাড়তে থাকে। মাঝখানে গিয়ে একটু কমে যায়। দর্শক প্রথম এবং শেষের কথাগুলো খুব বেশি মনে রাখে, মাঝখানের কথাগুলো তেমন মনে রাখে না। মাঝের সময়টায় দর্শক ঝিমিয়ে যায়। তাই শেষের অংশটাও অনেক গুরুত্বপূর্ণ। প্রথমের মত শেষের অংশটাও একটা চমৎকার উপায়ে শেষ করতে হবে।

তুমি কি জানো পৃথিবীর ৯৯ ভাগ প্রেজেন্টেশন দুটো শব্দ দিয়ে শেষ হয়? সেটা হল- ‘Thank You’। যদি তোমার প্রেজেন্টেশনটা ‘Thank you’ ছাড়া অন্য কোন উপায়ে শেষ করা যায় তাহলে দর্শক অনেক বেশি মনে রাখবে। এখন আলোচনা করব কী কী চমৎকার উপায়ে তোমার প্রেজেন্টেশন শেষ করতে পারো।

চিন্তার খোরাক জিনিসটা হলো এমন কোন কথা বা এমন কোন ইঙ্গিত, যেটা দর্শক বাড়ির পথে রওনা দিতে দিতে ভাবতে পারে, চিন্তা করতে পারে যে এটা এমন হলে কেমন হতো! তোমার এই শেষ করাটা রেশ রেখে যাবে তাদের মনে।

একটা বিষয় সবসময় মাথায় রাখবে। প্রেজেন্টেশনের দর্শকরা কিন্তু কখনোই চান না যে তুমি না পারো, বারবার তোতলাও কিংবা পুরো প্রেজেন্টেশনটা একটা জগাখিচুড়ি বানিয়ে ফেলো। দর্শকরা সবসময় এটাই চাইবেন, যেন তুমি প্রেজেন্টেশন ভালো করে দাও, তোমার থেকে যেন তারা কিছু শিখতে পারে। তাই দর্শকদের শুভকামনাকে সাথে রেখে তুমি প্রেজেন্ট করে ফেলো সেরা একটা প্রেজেন্টেশন আর দেখিয়ে দাও প্রেজেন্টেশন কাকে বলে!

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট

চমৎকার প্রশ্ন

দর্শকদের উদ্দেশ্য একটা চমৎকার প্রশ্ন দিয়ে শেষ করতে পারো। এর ফলে শেষ হওয়ার পরেও সবাই তোমার প্রেজেন্টেশন কি সুন্দর হয়েছিল ছিল তা নিয়ে ভাবতে থাকবে।

সুন্দর সমাপ্তি

একটা ভাল মুভি দেখলে লক্ষ্য করবে অনেকগুলো প্লট টুইস্ট থাকে, কেউ বুঝতেই পারেনা আসলে কি হবে। শেষে গিয়ে আসল জিনিসটা ফাঁস হয়ে যায়। তেমনি তোমাদের প্রেজেন্টেশনগুলো সে উপায়েই উপস্থাপন করো। শেষে গিয়ে একটি বোমা ফাটিয়ে দাও। মুভি যেমন আমরা সবাই দেখি তেমনি তোমার প্রেজেন্টেশনও সবাই আগ্রহ নিয়েই দেখবে।

কল টু অ্যাকশন

কল টু অ্যাকশন হলো প্রেজেন্টেশনর শেষে গিয়ে বলে দেয়া- দর্শকদের কী করা উচিত। একটা প্রেজেন্টেশন দেয়ার পেছনে অবশ্যই একটা কারণ থাকে। প্রেজেন্টেশনের মাধ্যমে তুমি সবাইকে যে জিনিসটা জানাতে বা বুঝাতে চাও সেটা জানার পর তাদের কি করা উচিত, এই জিনিসটা বলে দাও তোমার প্রেজেন্টেশনের শেষে।

অসাধারণ প্রেজেন্টেশন দেয়ার নিয়ম

প্রেজেন্টেশন মুখস্থ করে নয়, বুঝে পড়ে যাও.

অনেককেই দেখেছি প্রেজেন্টেশন মুখস্থ করে নিয়ে যেতে। অনেকে আবার এককাঠি সরেস, তারা মুখস্থ করে সেটা আবার ছোট কাগজে লিখে নিয়ে আসে! তারপরে দেখা যায় প্রেজেন্টেশনের মাঝপথে সেই কাগজ ঘামে ভিজে একটা দলা টাইপ কিছু হয়ে আছে! এই দুই ধরণের কাজ না করে, তোমাদের উচিত প্রেজেন্টেশনটা বুঝে বুঝে তারপর দেয়া।

মুখস্থ করা প্রেজেন্টেশন শুনতেই কেমন অদ্ভুত আর রোবটিক লাগে, মনে হয় এটা কেমন হলো! এইজন্যে চেষ্টা করবে প্রেজেন্টেশন মুখস্থ না করে নিজের মতো করে বুঝে বুঝে বলতে। আর নিজের ভাষায় একটা জিনিস গুছিয়ে বুঝিয়ে বললে দর্শক এবং বিচারক সবার কাছেই একটি আলাদা স্থান পাবে তুমি!

উৎফুল্ল থাকো, হাসিমুখে থাকো

একটা জিনিস খেয়াল করে দেখবে, হাই কিন্তু বেশ সংক্রামক একটা জিনিস। স্টেশনে বসে তুমি হাই তুললে একটু পরে কীভাবে যেন পাশের ভদ্রলোকটিও হাই তুলে বসবেন। হাসিও এমন আরেকটা সংক্রামক জিনিস, আর তাই তুমি হাসিমুখে থাকলে হাসিমুখ হবে সবাই! একটু বেশি এনার্জি দেখাতে পারলে দর্শকরাও এনার্জি পাবে, সবাই উৎফুল্ল হয়ে তোমার প্রেজেন্টেশন দেখবে।

তাছাড়া, তুমি গোমড়ামুখো হয়ে থাকলে তোমার টেনশন, নার্ভাসনেস এবং জড়তা তোমার দর্শকদের উপরেও নেতিবাচক প্রভাব ফেলবে।

প্রেজেন্টেশন টিপস ও ট্রিক: ট্রানজিশন

আমরা কখনো একা প্রেজেন্টেশন দিই না (সেলফ প্রেজেন্টেশন ছাড়া)। সাথে ৩, ৪, ৫ বা তারও বেশি টিম মেম্বার থাকে। একজন প্রেজেন্টেশন দেয়ার পর আরেকজন প্রেজেন্টেশন দিতে আসে। এই যে দলের সদস্যদের আসা-যাওয়া, সেটাকে বলা হয় ট্রানজিশন। এই অংশটাতে অনেক সমস্যা দেখা যায়। এসময়ে কী কী সমস্যার সম্মুখীন হতে পারি এবং সে সমস্যাগুলো খুব সহজভাবে সমাধানের উপায়গুলো নিয়ে তা নিয়েই এখনকার আলোচনা।

বক্তা পরিবর্তন

মনে কর তুমি অনেক জোরে জোরে প্রেজেন্টেশন দিলে, পরেরজন খুব আস্তে আস্তে প্রেজেন্টেশন দিল। তাহলে তোমাদের দুজনের কথায় একটা অসামঞ্জস্যতা এসে যায়। তাই সবসময় চেষ্টা করো যাতে দুজনের কথায় একটা সামঞ্জস্যতা থাকে। অর্থাৎ, ট্রানজিশন যেন ভালো হয়।

প্রেজেন্টেশন টিম

আরেকটা কাজ যেটা বেশিরভাগ মানুষ করে সেটা হল, একজন প্রেজেন্টেশন হঠাৎ শেষ করে দিয়েই বলে “That’s my part and now I would like to invite my team member X” এতে দর্শকরা ভাবে তারা কখনোই একই দলে কাজ করেনি, তারা আলাদা আলাদা দল। কিন্তু তাদের বোঝাতে হবে যে তোমরা একই দলের। সেজন্য তুমি শেষ করার আগে পরেরজনের একটা লাইন বলে তাকে ছেড়ে দাও। সাথে সাথে সে পরের লাইন থেকে শুরু করবে। যেমন – তুমি শেষ করলে ‘Now you finally understand why this class is so useful’ পরেরজন এসে শুরু করল ‘So, you must be wondering why this class is so useful, right?’ এবার দেখো আমার শেষ লাইন আর তার শুরুর লাইন শুনলেই মনে হয় লাইন দুইটা একজনেরই বলা। কেউ বুঝতে পারবে না যে আসলেই এখানে একটা স্মুদ হয়েছে।

তাই,সবসময় চেষ্টা করো দুজনের আসা যাওয়ার ট্রানজিশনটা যেন খুব স্মুদ হয়।

জরুরি বক্তা পরিবর্তন

মনে কর, তোমার দলের একজন সদস্য প্রেজেন্টেশন চলাকালীন অথবা প্রশ্নোত্তর পর্বে উত্তর দিতে গিয়ে ভয় পেয়ে, নার্ভাস হয়ে বা কোন কারণে হঠাৎ থেমে গেল। সবাই চুপচাপ, এতে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়। এই অবস্থায় একটা জরুরি ভিত্তিতে ট্রানজিশনের প্রয়োজন পড়ে। এটাকে বল হয় জরুরি বক্তা পরিবর্তন বা ইমারজেন্সি ট্রানজিশন। এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার বন্ধু যেখানেই থেমে গেল সেখান থেকেই ‘And to add to that’ বলে নিয়ে চালিয়ে যেতে পারো। এতে একজন সদস্যের দুর্বলতাটা দূর করে পুরো ডলের পারফরম্যান্সটা ধরে রাখা যায়।

মিডিয়া ট্রানজিশন

ধরো, তুমি প্রেজেন্টেশনের মাঝখানে একটা ভিডিও দেখাতে চাও বা অন্য কোথাও শিফট করতে চাও। এটাকে বলা হয় মিডিয়া ট্রানজিশন। নরমালি শিফট করতে গেলে প্রেজেন্টেশন স্লাইড ক্লোজ করা, ভিডিও বা অন্য কোন জিনিস অন করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। এতে দর্শকরা বিরক্ত হয় এবং অনেক সময় ব্যয় হয়। তুমি চাইলেই এ জিনিসসটা খুব কম সময়ে এবং সহজে করতে পারো। এজন্য কি-বোর্ডের ‘Alt + Tab’ বাটন দুটি একত্রে চেপে ধরলেই সব উইন্ডোগুলো একসাথে চলে আসবে, সেখান থেকে খুব স্মুথলি এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে শিফট করা যায়।

প্রেজেন্টেশন টিপস ও ট্রিক: বডি ল্যাঙ্গুয়েজ

এটি হলো প্রেজেন্টেশনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। বডি ল্যাঙ্গুয়েজ হল মুখ দিয়ে কথা বলা ছাড়া যেটা চোখ,হাত-পা বা শরীরের বিভিন্ন অঙ্গ-ভঙ্গিমার সাহায্যে আমাদের মনের ভাব মানুষের সামনে প্রকাশ করে। প্রেজেন্টেশনে মানুষের মুখের কথার চাইতে বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি শক্তিশালী। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মানুষ যখন কথা বলে তার ৪৫-৫৫ ভাগ বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই বলে।

এখন আমি আলোচনা করব কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ কে খুব ভালভাবে প্রেজেন্টেবল করা যায়।

তুমি কিভাবে দাঁড়িয়ে বা বসে আছো সেটাই তোমার পশ্চার। প্রেজেন্টেশনে অনেকেই বাঁকা হয়ে, ঝুঁকে বা হেলে যায়। এটা আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং দেখতে খুব খারাপ লাগে। পশ্চার ঠিক রাখার একটা ছোট্ট ট্রিক হল সবসময় তোমার কাঁধ সোজা রাখবে। এতে তোমার পশ্চার ভাল দেখা যায়।

হাত পা নেড়ে কথা বলা, চোখ দিয়ে ইশারা করা, মাথা এদিক ওদিক ঘোরানো এগুলো হলো জেশ্চার। এটা মানুষকে শক্তি দেয়। ভালভাবে করতে পারলে এটা দর্শকদের মাঝে একটা পজিটিভ ইমপ্যাক্ট সৃষ্টি করে।কেউ কেউ এ জিনিসটাকে ভালভাবে হ্যান্ডল করতে পারে না। এক্ষেত্রে হাত দুটোকে মুষ্টিবদ্ধ রেখে স্বাভাবিকভাবে কথা বলতে হয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তোমরা জেশ্চার দেয়ার ভঙ্গিমা গুলো আয়ত্ব করে নিতে পারো।

কেউ কেউ প্রেজেন্টেশন দেয়ার সময় খুব দ্রুত হাঁটাহাঁটি করে, আবার অনেকে একই জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত স্থির থাকে। উভয়ক্ষেত্রেই প্রেজেন্টারকে দেখলেই মনে হয় খুব নার্ভাস। এসময় করণীয় হল খুব সুন্দরভাবে দাঁড়িয়ে কথা বলা আর নড়াচড়ার সময় ধীরে ধীরে হাটা। এতে দর্শকদের তোমার উপর চোখ রাখতে সুবিধা হবে, তোমাকে দেখতেও খুব কনফিডেন্ট লাগবে।

প্রেজেন্টেশন টিপস ও ট্রিক: আই কনট্যাক্ট

আমরা দর্শকের সাথেই যে কথা বলছি, সেটাকে ফুটিয়ে তুলতে হয় আই কন্ট্যাক্ট এর মাধ্যমে। দর্শকের সাথে আই কন্ট্যাক্ট না রাখলে তারা মনে করবে না যে আমরা তাদের সাথেই কথা বলছি। কিন্তু বিশাল একটা দর্শকের সাথে আই কন্ট্যাক্ট করা খুব একটা সহজ ব্যাপার না। বিশেষ করে নতুন প্রেজেন্টারদের জন্য এটা খুব একটা ভয়ের ব্যাপার।

আজ আমি ৩টি উপায় বলব যেগুলো দিয়ে খুব সহজে সব দর্শকের চোখের দিকে না থাকিয়ে ও আই কন্ট্যাক্ট ঠিক করা যায়।

স্টেজ সম্বন্ধে ধারনা রাখুন

প্রেজেন্টেশন দেয়ার আগে স্টেজে উঠে একটু হাঁটাহাঁটি কর যাতে বুঝতে পারো আসলে দর্শক তালিকাটা কত বড় এবং কোন জায়গায় কী কী আছে। এর ফলে জায়গাটা পরিচিত হয়ে যাবে এবং তুমি একটু স্বাভাবিক বোধ করবে।

কিছু দর্শক নির্ধারণ করুন

সবার দিকে তাকানোর দরকার নেই। তোমার ৪ জন বন্ধুকে ৪ কোণে বসিয়ে দাও অথবা ৪ কোণের ৪ জন সিলেক্ট করো। প্রেজেন্টেশন শুরু করার পর একবার সামনে ডানে, পিছে বামে আবার সামনে বামে, পিছে ডানের বন্ধুর দিকে তাকাবে। তাহলে মনে হবে তুমি পুরো দর্শকের দিকেই তাকাচ্ছ।

পয়েন্ট ঠিক করুন

মানুষ সিলেক্ট না করেও চার কোণায় ৪টা নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করতে পারো। যখন একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে তাকাবে তখন ঐ পাশের দর্শকরা মনে করবে তুমি তাদের দিকেই তাকিয়ে আছো। এভাবেই তুমি মানুষের চোখের দিকে না তাকিয়েও আই কনট্যাক্ট ঠিক করতে পারবে।

  • আকর্ষণীয় স্লাইড তৈরি করে স্কুল-কলেজ, ইউনিভার্সিটি, এবং কর্পোরেট লাইফে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন দেয়া।
  • পাওয়ারপয়েন্টে 3D Model, গ্রাফিক ও অ্যানিমেশনসহ দারুণ সব হ্যাকস।

প্রেজেন্টেশন টিপস ও ট্রিক: পোশাক

ভাল প্রেজেন্টেশন দেয়ার পাশাপাশি নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করাও অনেক বেশি জরুরি। বেশিরভাগ মানুষ তোমার পোশাক দেখে তোমাকে মূল্যায়ন করবে। তুমি কত দামী বা সুন্দর কাপড় পর সেটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হল তুমি কাপড়গুলো দিয়ে নিজেকে কীভাবে ড্রেসড আপ করো সেটা। চলো দেখে নিই কীভাবে তুমি একটা ভালো ড্রেস কোড মেইনটেইন করতে পারো।

প্রেজেন্টেশন দেওয়ার নিয়ম

ছেলেদের জন্য পোশাক তথা ড্রেস কোডটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ফর্মাল ড্রেস দিয়ে প্রেজেন্টেশন দেয়া উত্তম। চাইলে সেমি ফর্মাল ড্রেস দিয়েও প্রেজেন্টেশন করা যায়। তবে, কখনোই ক্যাজুয়াল ড্রেস দিয়ে করা যাবে না। ফর্মাল ড্রেসের কিছু এটিকেট নিয়ে আলোচনা করি।

টাইয়ের দৈর্ঘ্য

টাইয়ের দৈর্ঘ্য এমন হওয়া উচিত যাতে টাইয়ের শেষ প্রান্ত বেল্টের শুরুর অংশকে হালকাভাবে স্পর্শ করে। এর চেয়ে ছোট বা লম্বা হলে দেখতে খারাপ লাগবে।

বেল্ট ও জুতো

মনে রাখবে বেল্ট এবং জুতার কালার সবসময় একই হতে হবে। যেমন জুতা যদি ব্রাউন হয়, বেল্টও ব্রাউন হতে হবে।

স্যুটের যদি দুটি বোতাম থাকে, তাহলে নিচের বোতাম কখনও লাগাবে না এবং প্রেজেন্টেশন দেয়ার সময় বোতাম কখনো লাগবে না। বোতাম লাগানো থাকলে মনে হবে কেউ তোমাকে চেপে ধরে রেখেছে এবং এতে সহজে চলাচল করতে পারবে না।

মেয়েদের ড্রেস কোড অনেকটাই শিথিল। তাদের জন্য দুইটা উপদেশ দেব:

  • যেকোনো কাপড় পরতে পারো তবে সেটা যেন ভদ্র দেখায় এবং অতিরিক্ত জাঁকজমকপূর্ণ না হয়।
  • সবসময় যথাসম্ভব অলংকার বর্জন করো। এগুলো যত কম ব্যবহার করবে তত বেশি ফর্মাল লাগবে।

প্রেজেন্টেশন টিপস ও ট্রিক: দলীয় কাজ

একটা দলে যদি ৫ জন মেম্বার থাকে এবং সেখান থেকে যদি একজন প্রেজেন্ট করে, বাকি ৪ জন প্রেজেন্ট না করলেও তারা দলের অংশ হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করে। কারণ দর্শকরা পুরো দলকে লক্ষ্য করে। তাই বাকি ৪ জন নিজেদের মধ্যে কথা বলা, ঠেলাঠেলি করা বা অন্য কোন উদ্ভট কাজ থেকে বিরত থাকবে। সেই সাথে নিচের উপদেশগুলো অনুসরণ করবে:

ধর, তোমার দলের কেউ যখন প্রেজেন্টেশন দেয় তখন তুমি তার কথার সাথে সম্মতি জ্ঞাপন করে মাথা ঝাকাচ্ছ, এটাই হল সম্মতি দেয়া বা অ্যাপ্রুভাল নোড। এটি করলে তোমার বন্ধুটির সাহস বেড়ে যাবে এবং দর্শক ভাববে তোমরা আসলেই একসাথে ভালমতো কাজ করেছ।

এটিও অ্যাপ্রুভাল নোডের মতই কাজ করে। মনে করো, তোমার ফ্রেন্ড প্রেজেন্টেশনে একটি জোক বললো। তুমি সবার সাথে বন্ধুকে সম্মতি জানিয়ে একটা হাসি দিলে। এতে তোমার বন্ধু যেমন সাহস পাবে তেমনি দর্শক তোমাদের দলের সমন্বয়ের সম্পর্কে ভালো একটা ধারণা পাবে।

যে প্রেজেন্ট করে তার অনেক সময় স্লাইড পরিবর্তন করা, ভিডিওতে শিফট করা বা অন্যান্য অনেক কাজ করতে হয়। এসব কাজ যদি প্রেজেন্টার নিজে করে তাহলে প্রেজেন্টেশনের স্মুথনেসটা নষ্ট হয়ে যায় । তাই, তুমি দাঁড়িয়ে না থেকে তোমার বন্ধুকে এসব কাজে সাহায্য করো।

প্রেজেন্টেশন টিপস ও ট্রিক: পাওয়ারপয়েন্ট হ্যাক

সাদা ও কালো স্ক্রিন.

প্রেজেন্টেশন চলাকালীন সময়ে আমাদের অনেকসময় একটা সাদা বা কালো স্ক্রিনের দরকার পড়ে। এ কাজটি কিন্তু মাত্র এক ক্লিকেই করা যায়! সাদা স্ক্রিনের জন্য কীবোর্ডের W প্রেস করো। আগের জায়গায় ফিরে আসতে চাইলে আবার W প্রেস করো, আগের লেখায় চলে আসবে। কালো স্ক্রিনের জন্যও একই নিয়ম। তবে, তখন W এর জায়গায় B চাপতে হবে।

নির্দিষ্ট স্লাইডে যাওয়া

প্রেজেন্টেশন চলাকালীন সময়ে বা প্রশ্নোত্তরে সেশনে এক স্লাইড থেকে অন্য স্লাইডে যেতে হয় অনেক সময়। ধরো ১০ নাম্বার থেকে ১ নম্বর স্লাইডে যাবে। এজন্য একটা একটা করে পরিবর্তন না করে সরাসরি যেতে পারো। কীবোর্ডে স্লাইড নাম্বার লিখে করে Enter বাটনে চেপে সহজেই সেই স্লাইডে চলে যাওয়া যায়। তুমি যদি ১০ নম্বর স্লাইডে থাকো তাহলে ১ লিখে Enter দিলেই ১ এ চলে যাবে। এছাড়াও https://www.slideshare.net/aymansadiq16  এই লিংকে গিয়ে আরো অনেক মজার মজার প্রেজেন্টেশন হ্যাকস শিখতে পারো!

প্রেজেন্টেশন টিপস ও ট্রিক: ডেটা রিপ্রেজেন্টেশন

আমরা সাধরণত ডেটা প্রেজেন্ট করি বড় বড় বার গ্রাফ, পাই চার্ট, টেবিল বা বড় বড় নাম্বার দিয়ে। কিন্তু কখনো এগুলো দেখতে তেমন আকর্ষণীয় লাগে না। খুব কম দর্শক আছে যারা এসব গ্রাফ খেয়াল করে। কিন্তু চাইলে এই ডেটাগুলোকে একটা আকর্ষণীয় উপায়ে প্রেজেন্ট করা যায়, যেটা সবার বোধগম্য হয় এবং দর্শকরা দেখতে আকর্ষণ অনুভব করে।

প্রেজেন্টেশন ডেটা

তোমাদেরকে একজন বিখ্যাত প্রেজেন্টারের কথা মনে করিয়ে দিতে চাই। তিনি হলেন স্টিভ জবস। তিনি ডেটাগুলোকে এমনভাবে প্রেজেন্ট করতেন যাতে সবাই খুব সহজে বুঝতে পারে। যেমন: প্রথমবার যখন iPod লঞ্চ করছিলেন তখন iPod-এর সাইজ ছিল ৫ জিবি। সাধারণ মানুষেরা ৫ জিবি আসলে কত বড় সেটা বুঝবে না। তাই তিনি ৫ জিবি না বলে বলেছিলেন, এই iPod এ ১০০০ গান রাখা যাবে। এতে সবাই খুব সহজেই বুঝে গেল কারণ এটা সবাই খুব সহজেই নিজের সাথে রিলেট করতে পারে। ওনার আরও একটি উদাহরণ দিই।

প্রথম যেদিন MacBook লঞ্চ করা হয় তখন এর থিকনেস ছিল ০.৭৬ ইঞ্চি। তিনি এভাবে বললে সবাই বুঝতো না আসলে এটা আসলে কতটুকু হবে। তিনি এভাবে না বলে একটা খামের ভেতর থেকে MacBook টা বের করে সবাইকে দেখিয়েছিলেন। একটা পাতলা খামের থেকে একটা ল্যাপটপ বের হয়ে আসা দেখে সবাই অবাক হয়েছিল এবং এটার থিকনেস খুব সহজে বুঝতে পেরেছিল।

তাই সবসময় চেষ্টা করো প্রেজেন্টেশন টপিক সম্পর্কিত একটি আকর্ষণীয় ও সহজ উপায়ে তথ্য উপস্থাপন করতে এবং দর্শকদের দেখিয়ে দাও প্রেজেন্টেশন কাকে বলে।

প্রেজেন্টেশন হ্যাকস

এ অংশে আলোচনা হবে প্রেজেন্টেশন লেখার নিয়ম নিয়ে। প্রেজেন্টেশন হল একটা বিলবোর্ডের মত। বিলবোর্ডে যেমন যেমনি একটা বড় মেসেজ এবং কিছু পয়েন্ট থাকে তেমনি সবসময় চেষ্টা করো একটা প্রেজেন্টেশনে প্রতিটা স্লাইডে একটা বড় মেসেজ এবং সর্বোচ্চ ৩টা করে পয়েন্ট রাখতে। কারণ ৩টা পর্যন্ত পয়েন্ট মানুষ খুব সহজেই মনে রাখতে পারে কিন্তু ৪টা হলেই ভুলে যায়। এজন্যই বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের ট্যাগ লাইনগুলো দেখলে খেয়াল করবে বেশিরভাগ তিন শব্দের হয়। যেমন: 10 Minute School এর ট্যাগ লাইন ‘Learn, practice, progress’, Horlicks এর ‘Taller, Stronger, sharper’ ইত্যাদি।

তাই তোমার প্রেজেন্টেশনের সব স্লাইডে সর্বোচ্চ তিনটি পয়েন্ট দিয়ে সাজালে মানুষ সেটা সহজেই মনে রাখতে পারবে। তাই উপরে দেয়া প্রেজেন্টেশন লেখার নিয়ম অনুসরণ করতে পারো।

কারিগরি ত্রুটি

প্রেজেন্টেশন চলাকালীন সময়ে ল্যাপটপ, প্রজেক্টর বন্ধে হয়ে যাওয়া, কাজ না করা ইত্যাদি নানান কারিগরি ত্রুটি হতেই পারে। তাই এই সময় ঘাবড়ে না গিয়ে বা অস্থির না হয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন চালিয়ে যাবে। এক্ষেত্রে দলের অন্যান্য সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবে। এটা তেমন খারাপ কিছু না, তবে প্রেজেন্টারকে বিচলিত না হয়ে শান্ত থেকে প্রেজেন্টেশন চালিয়ে যেতে হবে। অন্যরা তাকে সাহায্য করবে। এতে দর্শকরা বুঝতে পারবে যেকোনে পরিস্থিতিকে সামলে নেয়ার ক্ষমতা তোমাদের আছে।

প্রশ্নোত্তর পর্ব

এই সেশনটাকে অনেকেই ভেবে থাকে বিচারক এবং দলের মধ্যে একটা যুদ্ধ। প্রশ্নের উত্তর দিতে তর্কাতর্কি করতে হবে, ডিফেন্ড করতে হবে, পাল্টা জবাব দিতে হবে, হার মানতে পারবে না ইত্যাদি। বাস্তবে মোটেও ব্যাপারটা এরকম নয়। বিচারক কোন প্রশ্ন করলে আত্মবিশ্বাসের সাথে সেটার উত্তর দাও। যদি না পারো তাহলে সুন্দর করে বলো, “Sorry sir, I don’t know this answer.” কোন একটা প্রশ্ন না পারতেই পারো,তবে নম্রভাবে বললে বিচারকগণ তেমন কিছু মনে করবে না।

আর যেটাই করো, খেয়াল রাখবে যেন সেটা অবস্থার সাথে যায় এবং কারো মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে।

ফাইল ম্যানেজমেন্ট

অনেক সময় বিচারক প্রেজেন্টেশনের শেষেও তোমাদের প্রেজেন্টেশন ফাইল খুঁজতে পারে। এরকম হলে তাদের তুমি হয়ত গুগল ড্রাইভ নয়ত পেন ড্রাইভে একটা সফট কপি দিয়ে দিতে পারো। হঠাৎ করে তোমার ল্যাপটপ কাজ না করলেও যেকোনো কারো ল্যাপটপে গুগল ড্রাইভ বা পেন ড্রাইভ দিয়েই প্রেজেন্টেশন শুরু করতে পারো।

চার্জার ও অ্যাডাপ্টার

অনেকসময় প্রেজেন্টেশন শুরু হতে হতে বা চলাকালীন চার্জ শেষ হয়ে ল্যাপটপ অফ হয়ে যেতে পারে। তাই সবসময় চার্জার রাখাটা অনেক জরুরি। আবার অনেক ল্যাপটপে HDMI পোর্ট থাকে। কিন্তু প্রজেক্টরে VGI সাপোর্ট করে।তাই সবসময় HDMI এবং VGI সংযোগ করার একটা অ্যাডাপ্টার সাথে রাখবে।

প্রেজেন্টেশনে যা করা উচিত নয়

প্রেজেন্টারের কিছু আচরণ ও কাজকর্ম দর্শকদের উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। এগুলোকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। যেমন:

শুধুই দেখে দেখে পড়া

প্রেজেন্টারের কাজ কিন্তু পড়ে দেয়া না, বুঝিয়ে দেয়া। দর্শক ভালমতোই পড়তে পারে। তাই, উল্টোদিকে ঘুরে স্লাইড থেকে পড়ার কিংবা হাতের নোট থেকে অক্ষরে অক্ষরে পড়ার কাজটা কখনো করা যাবে না। এতে দর্শকরা খুব বিরক্ত হয় এবং মনোযোগ হারিয়ে ফেলে।

প্রেজেন্টেশন টপিক

বিরক্তিকর মজা বা কথা

প্রেজেন্টেশন টপিক থেকে বাইরের কোন প্রকার শব্দ এবং খারাপ শব্দ বা স্ল্যাং ব্যবহার করা অথবা ইংরেজির মধ্যে বাংলা ঢুকিয়ে দেয়া ইত্যাদি কাজ কখনোই করা যাবে না। এতে প্রফেশনালিজম নষ্ট হয়ে যায় এবং দর্শকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। প্রেজেন্টেশন তৈরি করতে গিয়ে এটা অবশ্যই ভেবে নিতে হবে।

অনেকে কথা বলার সময় আহ …., এহেম …., ওয়েল, সো, লাইক, অ্যাহ ইত্যাদি বাড়তি শব্দ বারবার ব্যবহার করে। এতে কথার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যায় এবং এই ডিসফ্লুয়েন্সি দর্শকদের মারাত্বকভাবে বিরক্ত করে। তাই কথা বলার সময় এসব ডিসফ্লুয়েন্সি যথাসম্ভব বর্জন করতে হবে।কারো এ সমস্যাটা থাকলে আজ এখন থেকেই দূর করার চর্চা করো।

বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে রিটেন, ভার্বাল ও নন ভার্বাল কমিউনিকেশন আরো ইফেক্টিভ করার দারুণ সব কৌশল শিখুন তাহসান খানের Communication Masterclass কোর্সে, এগিয়ে থাকুন ব্যক্তিগত ও প্রফেশনাল লাইফে!

একটা প্রেজেন্টেশনের শুরুটাই বলা যায় প্রেজেন্টেশনের প্রাণ। তোমার পরের প্রেজেন্টেশনে এই টিপসগুলো কাজে লাগিয়েই দেখো, সাফল্য আগের থেকে বেশি হতেই হবে! প্রেজেন্টেশন তৈরি করার সময় উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখলেই হবে। আর যেটাই করো, খেয়াল রাখবে যেন সেটা অবস্থার সাথে যায় এবং কারো মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে। এই প্রেজেন্টেশন টিপসগুলো যদি তোমার ভাল লেগে থাকে, তাহলে এক্ষুণি তোমার বন্ধুদের সাথে লেখাটি শেয়ার করে দাও। কারণ মহান মানুষেরা কখনো একা শেখে না সবাইকে সাথে নিয়েই শেখে।

আমাদের কোর্সগুলোর তালিকা:

  • Adobe Illustrator Course (by Mohammad Yeasir)
  • Graphic Designing with Photoshop Course (by Sadman Sadik)
  • Graphic Designing with PowerPoint Course (by Anisha Saiyara Taznoor)
  • মোবাইল দিয়ে Graphic Designing Course (by Sadman Sadik)
  • Facebook Ads Mastery Course (by Mark Anupom Mollick)
  • Web Design Course (by Fahim Murshed)
  • Robotics for Beginners (by Fuad Alhasan)
  • Facebook Marketing Course (by Ayman Sadiq and Sadman Sadik)
  • Data Entry দিয়ে Freelancing Course (by Joyeta Banerjee)
  • SEO Course for Beginners (by Md Faruk Khan)

১০ মিনিট স্কুলের ক্লাসগুলো অনুসরণ করতে ভিজিট করুন: www.10minuteschool.com

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি অনলাইন ব্যাচ ২০২৩

দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেশসেরা শিক্ষকদের সাথে যুক্ত হও ইন্টারেক্টিভ লাইভ ক্লাসে, নাও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সম্পূর্ণ সিলেবাসের 💯তে💯 প্রস্তুতি!

আপনার কমেন্ট লিখুন

কন্টেন্ট সমূহ, 📖 related blog, ভার্সিটি জীবন গড়ে উঠুক সৃষ্টিশীল কাজে.

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ পর্যায়ে চলে এসেছে। সামনেই নতুন ব্যাচ নতুন ভার্সিটি জীবন শুরুর অপেক্ষায়। তোমাদের অনেক কষ্টের ফসল এই ভার্সিটিতে চান্স পাওয়াটা। সব ভার্সিটিতেই দেখা যাচ্ছে চার-পাঁচটা ‘কাঙ্ক্ষিত বিষয়’, সবাই সেই বিষয়গুলো নিয়েই পড়তে চায়। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দেখা যায় অল্প কিছু ছাত্র-ছাত্রী তাদের মনমতো বিষয়গুলো পায়, বাকিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে …

ভার্সিটি জীবন গড়ে উঠুক সৃষ্টিশীল কাজে Read More »

26101902 526981841002082 1952883744 o

ক্যারিয়ার নির্বাচন করবেন যেভাবে

পুরোটা পড়ার সময় নেই ? ব্লগটি একবার শুনে নাও ! ক্যারিয়ার বেশ ভারি আর গাম্ভীর্যপূর্ণ একটি শব্দ। আমাদের প্রায় স্কুল লাইফ থেকেই এ বিষয়টা মাথায় ঢুকিয়ে দেয়া হয়। ক্লাস ফোরে পড়া একটা বাচ্চাও জানে লেখাপড়া শেষ করে তাকে চাকরি করতে হবে। কিন্তু বাস্তবতা হল, এত প্রয়োজনীয় একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই কোন চিন্তা ভাবনা ছাড়াই। এ …

ক্যারিয়ার নির্বাচন করবেন যেভাবে Read More »

ক্যারিয়ার, career path

কিন্তু সিজিপিএ?

17310489 1449000738483382 2036794932 o

Sikkhon.com

MS PowerPoint Full Course (Bangla)

About Course

The Complete PowerPoint Tutorial for Great Presentations

Welcome to our full, free tutorial on how to use MS PowerPoint. The goal of this online course is to help you learn how to use Microsoft PowerPoint, a presentation program that lets you combine text, forms, images, pictures, slides, videos, and more. Taking this class will give you the skills you need to make presentations that look professional quickly and effortlessly. You can learn at your own pace with our user-friendly, expert-led online classes and master PowerPoint in no time.

Why Should You Choose This PowerPoint Course?

The course is designed to your culture for a smooth learning experience. This method improves learning and instructional relevance. Learning topics in a culturally relevant environment helps you integrate and apply new abilities naturally.

  • Adaptive Learning : Our course is designed to be culturally intuitive, making complex concepts easy to grasp and apply.
  • Clear, Step-by-Step Tutorials: Each module is presented through straightforward video tutorials, ensuring an easy learning process for all.
  • Versatile Skill Building: From basic features to advanced design techniques, this course covers everything you need to create impactful presentations.
  • Real-World Application: With a focus on practical skills, you’ll be equipped to apply what you learn in both professional and personal contexts.

A Look at the Course:

  • Starting with PowerPoint: Learn to create, open, and save presentations.
  • Text and Paragraphs: Gain expertise in text alignment and bullet points.
  • Shapes and Design: Use the Shape Tool for creative presentation designs.
  • Slide Management: Master slide creation and layout adjustments.
  • Images and Visuals: Enhance your slides with pictures and clip art.
  • Animation and Transitions: Bring presentations to life with dynamic effects.

Key Learning Outcomes:

  • Understand how to work with different PowerPoint layouts.
  • Develop the ability to create high-quality slides and presentations.
  • Learn practical skills through an exercise class focused on presentation creation.

Course Structure: Our MS PowerPoint Tutorial is carefully put together into 9 detailed video lessons. Each section focuses on a different part of PowerPoint, making sure that you learn everything you need to know.

Learn more from Sikkhon: Expand your digital skills by exploring our MS Word , and MS Excel Courses . Also, don’t forget to check our variety of Free courses for more educational opportunities.

Course Requirements: This course is suitable for anyone interested in learning PowerPoint, regardless of their prior experience.

Join Us Today: Start on your journey to mastering Microsoft PowerPoint by enrolling in our free tutorial. Visit MS PowerPoint Tutorial to start enhancing your presentation skills today. Learning is just a click away!

What Will You Learn?

  • Work with Peragraph, Alignments
  • Using Transitions and Animations
  • Work With Images and Shapes
  • Work With Slide
  • Work with PowerPoint Layouts
  • Create high quality slides and presentations

Course Content

All videos step by step, 01- getting started – open, save, text design, 02- work with paragraphs, text alignment, bullets, 03 – work with shape tool – shape tool design, 04- creating slides, work with slide layout, 05- insert pictures, picture tool, clip art in slide, 06- how to create a powerpoint presentation, 07- exercise class: create a presentation, 08- work with animation – using effects, 09- save and print powerpoint presentation, convert word to powerpoint, student ratings & reviews, information.

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Refund Policy
  • Cookies Policy

Payment Platform

paypal-secured-icon

Rize Capital Ltd Registered in England and Wales. Registration # 12039916 20-22 Wenlock Road, London N1 7GU United Kingdom

Copyright © 2019 – 2024  Rize Capital Ltd

presentation in bengali

Bengali e-Books Collection

All bangla book pdf, galper boi, patrika, ebook pdf, jibani, vuter golper boi free download

Microsoft Powerpoint Tutorial in Bengali EBook as a PDF File

microsoft powerpoint in bengali tutorial

About Anirban Sarkar

Hi! all my dear blog readers, I love to read Bangla book so I have been collecting all type of Bangla book as pdf, epub, mobi files. And here I like to share all these files with you.

Related Post

Conversion Conversion Emoticon Emoticon

Cambridge Dictionary

  • Cambridge Dictionary +Plus

Translation of presentation – English–Bengali dictionary

Your browser doesn't support HTML5 audio

presentation noun ( EVENT )

  • The presentation was a collaborative effort by all the children in the class .
  • The charity invited the press to a presentation of its plans for the future .
  • The magazine asked its readers to send in their comments about the new style of presentation.
  • Jenny's retiring and I think there's going to be a small presentation this afternoon .
  • Graduates must be in full academic dress at the presentation of certificates .

presentation noun ( APPEARANCE )

(Translation of presentation from the Cambridge English–Bengali Dictionary © Cambridge University Press)

Examples of presentation

Translations of presentation.

Get a quick, free translation!

{{randomImageQuizHook.quizId}}

Word of the Day

customer support

help and advice that a company makes available to customers when they have bought something

Searching out and tracking down: talking about finding or discovering things

Searching out and tracking down: talking about finding or discovering things

presentation in bengali

Learn more with +Plus

  • Recent and Recommended {{#preferredDictionaries}} {{name}} {{/preferredDictionaries}}
  • Definitions Clear explanations of natural written and spoken English English Learner’s Dictionary Essential British English Essential American English
  • Grammar and thesaurus Usage explanations of natural written and spoken English Grammar Thesaurus
  • Pronunciation British and American pronunciations with audio English Pronunciation
  • English–Chinese (Simplified) Chinese (Simplified)–English
  • English–Chinese (Traditional) Chinese (Traditional)–English
  • English–Dutch Dutch–English
  • English–French French–English
  • English–German German–English
  • English–Indonesian Indonesian–English
  • English–Italian Italian–English
  • English–Japanese Japanese–English
  • English–Norwegian Norwegian–English
  • English–Polish Polish–English
  • English–Portuguese Portuguese–English
  • English–Spanish Spanish–English
  • English–Swedish Swedish–English
  • Dictionary +Plus Word Lists
  • presentation (EVENT)
  • presentation (APPEARANCE)
  • Translations
  • All translations

To add presentation to a word list please sign up or log in.

Add presentation to one of your lists below, or create a new one.

{{message}}

Something went wrong.

There was a problem sending your report.

Online PowerPoint presentation translation from English to Bengali

Translate PowerPoint presentation from English to Bengali for free on any device. No software installation required.

Powered by groupdocs.com and groupdocs.cloud

or drag it in this box *

PowerPoint presentations longer than 10,000 characters will not be translated.

Other translation apps

We've already processed files with total size of Kilobytes

A successful presentation is a key element of any sales and marketing effort. Microsoft PowerPoint is a very popular tool for composing slideshow presentations and pitch decks from texts, images and animations. As the business expands to other countries, it becomes important to speak the client's language; thus, quick translation of presentations is a must.

GroupDocs Translation offers real-time machine translation for the global world. Powerful machine learning algorithms and sophisticated neural networks provide a quality close to that of a professional human translator, but much easier, faster, and more cost-effective. Running on a high-performance cloud server hosted by GroupDocs, it can translate texts and all popular document formats across 104 language pairs. The API not only translates text, but also accurately preserves metadata, structure, styles, and layout of documents.

This free online app powered by GroupDocs Translation API can translate PowerPoint presentation from English to Bengali. Files translation can be converted into multiple formats, shared via email or URL and saved to your device. It can also translate files hosted on websites without downloading them to your computer. The app works on any device, including smartphones.

How to translate PowerPoint presentation from English to Bengali

Provide a file

Upload a document, paste your text or simply enter the file’s web address.

Specify the language pair

Specify whether you want to translate from English to Bengali or from Bengali to English.

Start translation

Click Translate button. For files you can optimally specify the output format which may differ from the original document.

Wait for the translation to complete. Edit translated text or download the translated document, share it via email and URL, view and fix the translated content.

You would like

Fast online PowerPoint presentation translation from English to Bengali.

Translate your PowerPoint presentation from English to Bengali and vice versa with a single click.

Convert presentations into any compatible format

You are not limited to the Microsoft PowerPoint format. You can get back the translation as HTML, PDF, and even an image file.

The application can process any number of presentations for free, for as long as you need.

Process PowerPoint presentations from the Internet

There is no need to download a PowerPoint presentation file to your local device for processing. Just paste the web address of the file and get the result.

Zero system load

The translation is carried out by high-performance cloud servers. You can use the application on any system – from entry-level netbooks to smartphones.

Top translation quality

Many years of experience in machine leaning technologies has led to the creation of state-of-the-art algorithms with superior speed and accuracy. GroupDocs products are used by most Fortune 500 companies across 114 countries.

  • Free Support
  • Free Consulting
  • Paid Consulting

© Aspose Pty Ltd 2001-2024. All Rights Reserved.

Enjoying this app?

Tell us about your experience

SlideTeam

  • Popular Categories

Powerpoint Templates

Icon Bundle

Kpi Dashboard

Professional

Business Plans

Swot Analysis

Gantt Chart

Business Proposal

Marketing Plan

Project Management

Business Case

Business Model

Cyber Security

Business PPT

Digital Marketing

Digital Transformation

Human Resources

Product Management

Artificial Intelligence

Company Profile

Acknowledgement PPT

PPT Presentation

Reports Brochures

One Page Pitch

Interview PPT

All Categories

Powerpoint Templates and Google slides for Bengali

Save your time and attract your audience with our fully editable ppt templates and slides..

Powerpoint theme and slide with a bengali kitten staring at her own reflection in a window

Enhance your PowerPoint presentation and make them impressive with our Powerpoint Theme And Slide With A Bengali Kitten Staring At Her Own Reflection In A Window. Using this attention-grabbing PPT, you can leave a significant impact on your audience and convince them. This handy template is entirely editable and portrays your ideas comprehensively. With this illustrative slide, emphasize the critical points and make your presentation praiseworthy. The color palette used in this PPT turns your dull presentation into a vibrant and attractive one. By utilizing our Powerpoint Theme And Slide With A Bengali Kitten Staring At Her Own Reflection In A Window, you can engagingly describe the topic. Present your ideas, data insights, interpretation, analysis, and other crucial business information by using our professionally designed PPT. Showcase your skills and expertise in the domain of your choice with our visually appealing template which can be employed by any organization. Simply tweak this editable PPT and wow your audience. Take your presentation to the next level using this versatile PowerPoint theme which is equipped with attractive design elements.

Google Reviews

presentation in bengali

English & Bengali Online Dictionary & Grammar

Learn it, talk it.

" I w a s r e a d i n g the dictionary. I thought it was a poem a b o u t e v e r y t h i n g . "                      -- Steven Wright

presentation in bengali

  • English to Bengali(E2B)
  • Bengali to English(B2E)
  • Bengali to Bengali(B2B)
  • Instruction
  • English Lessons
  • All Words (E2B)
  • All Words (B2E)
  • All Words (B2B)
  • Words of Four Letters
  • Words of Three Letters
  • English-Bangla Idioms
  • English-Bangla Phrases
  • Appropriate Prepositions
  • Bengali Translations
  • Phrase & Idioms
  • Proverbs & Expression

presentation in bengali

Presentation - Meaning in Bengali

Bangla academy dictionary:.

presentation in bengali

Nearby Words:

See 'presentation' also in:, share 'presentation' with others:, browse dictionary, words by topics, idioms (বাগধারা), english phrases, four letter words, translation/ expressions, proverbs (প্রবাদ বাক্য), three letter words, recent lessons, stakeholder.

একটি প্রকল্পে প্রভাব রাখতে পারেন, কিংবা সেই প্রকল্পের সাথে স্বার্থ জড়িত রয়েছে

Digital Health

স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে উন্নতর করার উদ্দেশ্যে রোগীর ইলেকট্রনিক হেলথ রেকর্ড ...

Circle Back

একটি ধারণা বা সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করার জন্য পূর্বে আলোচিত কোনো ...

Learn words by topics :        

Browse all topics ›

  • advertisement
  • irrevocable

Feeling & Emotion

  • seriousness

Appropriate Preposition:

Browse all ›

  • Difference between ( পার্থক্য ) There is no difference between the two brothers.
  • Avail of ( সুযোগ গ্রহণ করা ) You must avail yourself of the business.
  • Require of ( প্রয়োজন হওয়া (কোন কিছু) ) I required a loan of him.
  • Liking for ( রুচি ) She has a liking for music.
  • Triumph over ( জয় করা ) Jim and Della triumphed over their poverty.
  • Compete for ( প্রতিযোগিতা করা (কোন কিছু) ) He competed for the first position.
  • Hard nut to crack ( কঠিন সমস্যা ) The problem of adult education is really a hard nut to crack.
  • Hold water ( ধোপে টেকা ; কার্যকরি হওয়া ) This policy will not hold water in this situation.
  • Hush money ( ঘুষ ) He offered a hush money to suppress the murder.
  • Call to mind ( স্মরণ করা ) I cannot call to mind your name.
  • Gala Day ( উৎসবের দিন ) The 15th August is a gala day to the Indians.
  • feather ones nest ( কাজ গুছিয়ে নেওয়া )

Newsletter Subscription

Most searched word (e2b).

  • Love-letter

presentation in bengali

English Grammar

  • Parts of speech
  • Number (বচন)
  • Gender (লিঙ্গ)
  • Case (কারক)
  • Present Tense
  • Future Tense
  • Transformation
  • See All >>   

Log In     Sign Up

Why sign up?

Archive Posts

  • Words and Terms for Every Internet Users (Part 1)
  • Abbreviation/ Acronyms
  • Bangla Typing (বাংলা লিখুন)
  • Common errors in translation (part 1)
  • Common errors in translation (part 2)
  • Collective Phrases
  • Animal Voice
  •            All Articles >>

Copyright © 2024 www.english-bangla.com . All Rights Reserved.

Privacy policy | Terms & Conditions | Contact

Execution Time : 0.0899

SHABDKOSH

English Bengali Dictionary | ইংরেজি বাংলা অভিধান

The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.

  • Pronunciation
  • Word Network
  • Inflections

Description

  • More matches
  • Word Finder

presentation - Meaning in Bengali

  • উপস্থাপিত বস্তু

presentation Word Forms & Inflections

Definitions and meaning of presentation in english, presentation noun.

  • demonstration , presentment
  • "he gave the customer a demonstration"
  • "the presentation of new data"
  • "she gave the trophy but he made the presentation"
  • "Cesarean sections are sometimes the result of abnormal presentations"
  • "he prepared his presentation carefully in advance"
  • intro , introduction

Synonyms of presentation

presentation in bengali

A presentation conveys information from a speaker to an audience. Presentations are typically demonstrations, introduction, lecture, or speech meant to inform, persuade, inspire, motivate, build goodwill, or present a new idea/product. Presentations usually require preparation, organization, event planning, writing, use of visual aids, dealing with stress, and answering questions. “The key elements of a presentation consists of presenter, audience, message, reaction and method to deliver speech for organizational success in an effective manner.” Presentations are widely used in tertiary work settings such as accountants giving a detailed report of a company's financials or an entrepreneur pitching their venture idea to investors. The term can also be used for a formal or ritualized introduction or offering, as with the presentation of a debutante. Presentations in certain formats are also known as keynote address. Interactive presentations, in which the audience is involved, are also represented more and more frequently. Instead of a monologue, this creates a dialogue between the speaker and the audience. The advantages of an interactive presentation is for example, that it attracts more attention from the audience and that the interaction creates a sense of community.

More matches for presentation

What is another word for presentation ?

Sentences with the word presentation

Words that rhyme with presentation

English Bengali Translator

Words starting with

What is presentation meaning in bengali.

Other languages: presentation meaning in Hindi

Tags for the entry "presentation"

What is presentation meaning in Bengali, presentation translation in Bengali, presentation definition, pronunciations and examples of presentation in Bengali.

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS

Ad-free experience & much more

presentation in bengali

Difference between I and Me

presentation in bengali

Prepositions

presentation in bengali

Types of nouns

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary. Games. Quotes. Forums. Lists. And more...

presentation in bengali

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.

Vocabulary Lists

We provide a facility to save words in lists.

Basic Word Lists

Custom word lists.

You can create your own lists to words based on topics.

Login/Register

To manage lists, a member account is necessary.

Share with friends

Social sign-in.

presentation in bengali

Translation

SHABDKOSH Logo

If you want to access full services of shabdkosh.com

Please help Us by disabling your ad blockers.

or try our SHABDKOSH Premium for ads free experience.

Steps to disable Ads Blockers.

  • Click on ad blocker extension icon from browser's toolbar.
  • Choose the option that disables or pauses Ad blocker on this page.
  • Refresh the page.

Spelling Bee

Hear the words in multiple accents and then enter the spelling. The games gets challenging as you succeed and gets easier if you find the words not so easy.

The game will show the clue or a hint to describe the word which you have to guess. It’s our way of making the classic hangman game!

Antonym Match

Choose the right opposite word from a choice of four possible words. We have thousand of antonym words to play!

Language Resources

Get our apps, keep in touch.

  • © 2024 SHABDKOSH.COM, All Rights Reserved.
  • Terms of Use
  • Privacy Policy

Liked Words

Shabdkosh Premium

Try SHABDKOSH Premium and get

  • Ad free experience.
  • No limit on translation.
  • Bilingual synonyms translations.
  • Access to all Vocabulary Lists and Quizzes.
  • Copy meanings.

Already a Premium user?

PowerShow.com - The best place to view and share online presentations

  • Preferences

Free template

Bengali - PowerPoint PPT Presentation

presentation in bengali

... mangrove in the world is found in Bengal, and is home to the Royal Bengal Tiger. ... West Bengal is now the third fastest growing Economy in the country. Music ... – PowerPoint PPT presentation

PowerShow.com is a leading presentation sharing website. It has millions of presentations already uploaded and available with 1,000s more being uploaded by its users every day. Whatever your area of interest, here you’ll be able to find and view presentations you’ll love and possibly download. And, best of all, it is completely free and easy to use.

You might even have a presentation you’d like to share with others. If so, just upload it to PowerShow.com. We’ll convert it to an HTML5 slideshow that includes all the media types you’ve already added: audio, video, music, pictures, animations and transition effects. Then you can share it with your target audience as well as PowerShow.com’s millions of monthly visitors. And, again, it’s all free.

About the Developers

PowerShow.com is brought to you by  CrystalGraphics , the award-winning developer and market-leading publisher of rich-media enhancement products for presentations. Our product offerings include millions of PowerPoint templates, diagrams, animated 3D characters and more.

World's Best PowerPoint Templates PowerPoint PPT Presentation

কথা বলার গতি

টেক্সট অনুবাদ, সোর্স টেক্সট, অনুবাদের ফলাফল, ডকুমেন্ট অনুবাদ, টেনে এনে রাখুন.

presentation in bengali

ওয়েবসাইটের অনুবাদ

একটি URL লিখুন

সংরক্ষিত হয়েছে

IMAGES

  1. || Create PowerPoint Presentation in Bengali within 10 Min || বাংলায়

    presentation in bengali

  2. PPT

    presentation in bengali

  3. Bengal and bengali culture

    presentation in bengali

  4. Bengali Speaking Presentation

    presentation in bengali

  5. Bengali Culture Presentation by Joellah Fletcher on Prezi

    presentation in bengali

  6. Bengali cuisine

    presentation in bengali

VIDEO

  1. The Answer Club OFFICIAL PRESENTATION Bengali

  2. Meta Utopia Opportunity Presentation

  3. Bengali Meeting Recording presentation

  4. Jachhe Din Asche Raat I New Bengali Original I Nachiketa Chakraborty I Rudrasish Dutta I Zodiak TV

  5. Islam in Bangla || Episode 1504 || Questions & Answers || Maulana Sabir Raza

  6. Brainware Group of Institution Presentation (Bengali version)

COMMENTS

  1. How to Start a Presentation

    টেন মিনিট স্কুলের কোর্স সম্পর্কে জানতে কল করুন 16910 অথবা ভিজিট করুন https://10ms.com ...

  2. প্রেজেন্টেশন কি? প্রেজেন্টেশন দেওয়ার নিয়ম (2024)

    প্রেজেন্টেশন শুরু করার পূর্বে. প্রেজেন্টেশন কি তা তো জানাই হলো ...

  3. ১০ টি ক্রিয়েটিভ প্রেজেন্টেশন আইডিয়া: যা আপনার দর্শকদেরকে অনুপ্রাণিত

    Marketing Creativity Presentations Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article) বক্তা রুমের ভিতর হাঁটতে শুরু করলেন, মাইক্রোফোন তুলে নিলেন, কিছুক্ষন ...

  4. MS PowerPoint Bangla Tutorial 2019

    In this video, I Discuss MS PowerPoint Bangla Tutorial 2019 Courses Link: https://www.tanviracademy.com/course/ms-office-courses/ For Business Inquiries: t...

  5. How to start a presentation in bangla

    How to start a presentation in bangla By SUMON RASAYONছন্দে ছন্দে যেভাবে উপস্থাপনা শুরু করবেন উপস্থাপনার ...

  6. ১২ টি সেরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট—সাথে কিছু দুর্দান্ত

    32+ Top Professional PPT Templates and Business Presentation Examples (2023) 30+ Animated PowerPoint PPT Templates (With Cool Interactive Slides for 2024) Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article )

  7. কিভাবে একটি business plan powerpoint প্রেজেন্টেশন তৈরি করবেন

    এখানে এই পাওয়ার পয়েন্ট টেমপ্লেট এর কিছু ফিচার দেখানো হলো: Business Plan Powerpoint. এই নির্দিষ্ট টেমপ্লেটে অনেকগুলো আইকন আছে যা দিয়ে আপনি আপনার ...

  8. MS PowerPoint Full Course (Bangla)

    The goal of this online course is to help you learn how to use Microsoft PowerPoint, a presentation program that lets you combine text, forms, images, pictures, slides, videos, and more. Taking this class will give you the skills you need to make presentations that look professional quickly and effortlessly. You can learn at your own pace with ...

  9. Microsoft Powerpoint Tutorial in Bengali EBook as a PDF File

    arko March 29, 2014. arko. download ebook pdf Best Bengali Tutorial EBook- Microsoft Powerpoint in PDF File. Friends, now you can learn to properly about Microsoft Powerpoint though this complete Bangla tutorial book. This tutorial have completed by Mainul Haque Hira. If you follow this book then you can easily work in powerpoint 07,10,13 ...

  10. Presentation Bengali

    This app introduces the readers to the "Basics of Microsoft Presentation" in Bengali language. This mobile app can be used to access Microsoft Presentation Basics in offline mode sourced from e-content for Course on Computer Concepts (CCC) offered by NIELIT, an autonomous body under MeitY, Government of India. It contains various modules namely ...

  11. MS PowerPoint Tutorial for Beginners in Bangla

    This video I will show PowerPoint Slide Design from Beginner to Expert in One Video by Basic IT AcademyMS PowerPoint Tutorial for Beginners in Bangla | Micr...

  12. presentation in Bengali

    presentation translate: উপস্থাপনা, পুরস্কার বা শংসাপত্র প্রদান, উপস্থাপনা. Learn more in the Cambridge English-Bengali Dictionary.

  13. Translate PowerPoint presentation from English to Bengali

    This free online app powered by can translate PowerPoint presentation from English to Bengali. Files translation can be converted into multiple formats, shared via email or URL and saved to your device. It can also translate files hosted on websites without downloading them to your computer. The app works on any device, including smartphones.

  14. Bengali PowerPoint Presentation and Slides

    Powerpoint Templates and Google slides for Bengali. Save Your Time and attract your audience with our fully editable PPT Templates and Slides. 1 Item (s) Slide 1 of 2. Powerpoint theme and slide with a bengali kitten staring at her own reflection in a window. Enhance your PowerPoint presentation and make them impressive with our Powerpoint ...

  15. Presentation on Bangladesh

    Presentation on Bangladesh - Download as a PDF or view online for free. ... The word Bangladesh signifies "Nation of Bengal" in Bengali. The majority of the population in Bangladesh is Bengali. Bangla, frequently known as Bengali, is the official language. English is likewise spoken broadly as well.

  16. presentation

    Presentation meaning in Bengali - উপহার, দান; | English - Bangla & English (E2B) Online Dictionary. ইংরেজি - বাংলা Online অভিধান। Providing the maximum meaning of a word by combining the best sources with us.

  17. Powerpoint Presentation Bangla Tutorial 2018 A to Z

    Powerpoint Presentation Tutorial Bangla | Learn Powerpoint In 15 Minute | Create Slideshow.In this tutorial you will show how to use powerpoint all tools. I ...

  18. presentation

    What is presentation meaning in Bengali? The word or phrase presentation refers to a show or display; the act of presenting something to sight or view, or the activity of formally presenting something (as a prize or reward), or a visual representation of something, or (obstetrics) position of the fetus in the uterus relative to the birth canal, or the act of making something publicly available ...

  19. Dengue Fever awareness in Bangla

    7 likes • 14,246 views. Maj Jahangir Alam. It is a Bangla presentation on Dengue fever to create awareness among mass people to prevent dengue fever and it mortality and morbidity. Healthcare. 1 of 38. Download now. Dengue Fever awareness in Bangla - Download as a PDF or view online for free.

  20. Bengali

    About This Presentation. Title: Bengali. Description: ... mangrove in the world is found in Bengal, and is home to the Royal Bengal Tiger. ... West Bengal is now the third fastest growing Economy in the country. Music ... - PowerPoint PPT presentation. Number of Views: 9134.

  21. How to write Bangla in PowerPoint Slides || Bangla Tutorial || MS

    This video is for learning how to write Bangla in Powerpoint Slides.To download Avro Keyboard go to: https://www.omicronlab.com/avro-keyboard-download.htmlLe...

  22. Google Translate

    Google-এর পরিষেবা ইংরেজি থেকে অন্যান্য ১০০টির বেশি ভাষায় শব্দ, বাক্যাংশ ও ওয়েব পৃষ্ঠা ঝটপট অনুবাদ করে, কোনও চার্জ ছাড়াই।

  23. MS PowerPoint Tutorial Bangla

    Video Not Playing in PowerPoint? 2 Cases and 5 Ways: https://repairit.wondershare.com/video-repair/video-not-playing-in-powerpoint.html?utm_source=youtube&ut...